নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে মুসলমান হিসেবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যারা মুসলমান, তারা যে জায়গাতেই থাকি না কেন, উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি-খুশি রাখা এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। পরিকল্পনা এবং উদ্দেশ্য ঠিক থাকলে এগিয়ে যেতে কোনো বাধা হয় না। রাসুল (সঃ) এর সমগ্র জীবন আমাদের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয়। তাঁর সফল জীন্দেগীর অন্যতম হল ইসলামকে মানবতার মুক্তির জন্য পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। রাসুল (সঃ) তাঁর সাহাবীদের নিয়ে আল্লাহর নির্দেশে একটি কার্যকর ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। যার মাধ্যমে মানবতা প্রকৃত মুক্তির দিশা পেয়েছিল। তাই আল্লাহতা’য়ালা ইসলামী আন্দোলনকে মু’মিনদের জন্য ফরজ করে দিলেন। কুরানিক ভাষায় ইসলামী আন্দোলকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ্।
তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সি: নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা জিয়াউল হোসাইন। নেজাম ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ রাসুল (সঃ) এর তিরোধানের পর খোলাফায়ে রাশেদীনরা ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার মাধ্যমে অর্ধ জাহান জুড়ে সোনালী যুগের নতুন অধ্যায় রচনা করেন। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামী আন্দোলেনের চুড়ান্ত রুপ ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল পেয়েছিল। রাসুল (সঃ) আল্লাহর নির্দেশে কিভাবে একটি বাস্তবমুখী বিজ্ঞান সম্মত মুক্তি আন্দোলনের মাধ্যমে কায়েমী স্বার্থবাদীদের মূলৎপাটন করে ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠা করেছিলেন তা বর্তমানে ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার কাজে নিয়োজিত দাবীদার অনেকের নিকট সুস্পষ্ট নয়। যে কারণে ইসলামের সঠিক স্বরুপ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। শত্রু পক্ষ এমন বিভ্রান্তিকে পুঁজি করে ইসলামের বিরুদ্ধে অপ্রপ্রচারে লিপ্ত হচ্ছে। তাই নিরেট ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত জনরা রাসুল (সঃ) এর ইসলামী আন্দোলনের নীতি ও কৌশল সমূহ হৃদয়াঙ্গম করা জরুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মুসা বিন ইজহার, নায়েবে আমীর মুফতি মোহাম্মদ আলী কাসেমী, দক্ষিণ জেলা আমীর আল্লামা আতাউল্লাহ হোসাইনী, সাবেক এমপি মাওলানা আলী ওসমান, বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এনামুল হক কুতুবী, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ক্বারী মুবিনুল হক, মাওলানা শোয়েব সোলেমানী, মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ কিবরিয়া, সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম, আল্লামা মাহমুদুল করিম কাসেমী, মাওলানা দ্বীন মোহাম্মদ রব্বানী, মাওলানা জাহেদুল ইসলাম, বায়েজিদ থানা নেতা মাওলানা নুরু নবী দৌলতপুরী, হাফেজ ওবাইদুল্লাহ, ক্বারী শেখ মোহাম্মদ হারুন, হাফেজ মাহমুদুল হাসান, ক্বারী মুবিনুল হকের কোরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা-মাশেয়েখ ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের বহুগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।