উপজেলা ফটিকছড়ি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন প্রার্থীর গণসংযোগ

এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: আগামী ২১ মে চট্টগ্রাম জেলার উপজেলা ফটিকছড়ির নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন প্রার্থী রয়েছে।
দুই চেয়ারম্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী ও জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রনেতা বখতিয়ার সাইদ ইরান সহ ২ মহিলা ও ৪ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী।
বিভিন্ন এলাকায় উক্ত প্রার্থীরা নির্বাচনে নিজেদের সমর্থনের জন্য গণসংযোগ করে দোয়া কামনা করেছেন। এলাকার কয়েকজন ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন. জেলা সমতুল্য এই বিশাল উপজেলা ফটিকছড়িতে বিভিন্ন ধরনের নেতাকর্মী থাকা সত্বেও শুধু আওয়ামীলীগ প্রার্থী কেন ? তারা আরো জানান, নাগরিকতা রক্ষার্থে ১ জন প্রার্থী হলেও আমরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করব।
আগামী ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান। তিনি আরও জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন