শ্রমিকদের শ্রম ঘণ্টা, ন্যায্য মজুরি, কাজের নিশ্চয়তা এবং নিরাপত্তা কোনটাই নেই: অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব নেতা অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ৭ কোটি ৩৬ লাখ শ্রমশক্তির ৮৫ শতাংশ অপ্রতিষ্ঠানিক খাতে কাজ করে। তাদের শ্রম ঘণ্টা, ন্যায্য মজুরি, কাজের নিশ্চিয়তা এবং নিরাপত্তা কোনটাই নেই। সেক্টর ও মালিকানা নির্বিশেষে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জাতীয় মজুরি আইন নিয়ে চলছে দীর্ঘসূত্রতা। শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতাকে নানাভাবে সঙ্কুচিত করে রাখা হয়েছে। সর্বশেষ শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ উপায় হিসেবে ধর্মঘট করার অধিকারও অত্যাবশ্যকীয় পরিষেবা আইনের খড়গের নিচে। জাতীয় ও আন্তর্জাতিক সামগ্রিক বাস্তবতায় ঐতিহাসিক দায়িত্ব হল, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিককে ঐক্যবদ্ধ করে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী শ্রমিক সমাজ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ ১ মে (বুধবার) শ্রমমূল্য বৈষম্য দূর করার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী শ্রমিক সমাজ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অস্থায়ী কার্যালয় সাব এরিয়ায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী, অর্থ সম্পাদক মোহাম্মদ খোকন, মো: জামাল উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার, হাফেজ হারুন, কামাল সিকদার, আলী হাসান, হাফেজ হাসান, হাফেজ রিদুয়ানুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, মে দিবসে শ্রমমূল্য বৈষম্য দূর করতে হবে। আর সরকার বার বার বলছে, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে। কিন্তু শ্রমিকদের সমাজিক নিরাপত্তার জায়গায় এখনো তারা তৈরি করতে পারছে না। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরেও আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি আদায় করতে পারিনি। সরকার বার বার টালবাহানা করছে। দেশের সরকার ‘বড়লোকদের দ্বারা নিয়ন্ত্রিত’ এবং তাদের প্রতিনিধিত্ব করে। প্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষে আছেন বলে বক্তব্য দেন। কিন্তু আইন যখন করেন, তখন তা যায় শ্রমিকদের বিপক্ষে।

বক্তারা বলেন, ফরিদপুরের শ্রমিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন