নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ডেকোরেটার্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৮১৬/৯৫) এর সভাপতি মোহাম্মদ ফরিদের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আকরামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজেফে-১৭) ও বাংলাদেশ নিমার্ণ শ্রমিক কর্মচারী ফেডারেশন (বি-২২০৫) কেন্দ্রীয় কমিটি সভাপতি এস কে খোদা তোতন।
প্রধান অতিথির বক্তব্যে এস কে খোদা তোতন বলেন,”১৮৮৬ সালের এই দিনে দৈনিক ৮ ঘন্টা মজুরি নির্ধারণ করার দাবীতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আন্দোলন করতে গিয়ে আন্দোলনরত শ্রমিকরা জীবন উৎসর্গ করার কারনে আজ আমরা দৈনিক ৮ ঘন্টা মজুরিতে কাজ করছি।
কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদের আত্মদানের সুফল এখনো শ্রমিক শ্রেনী পাচ্ছে না। বর্তমান সময়ে শ্রমিকরা বাজারের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির কারনে যে মজুরি পাচ্ছে তা দিয়ে শ্রমিকদের সংসার চলেনা।
আজ মহান মে দিবস থেকে আমরা রাষ্ট্রের কাছে শ্রমিকদেরকে এই দুর্বিষহ জীবনযাপন থেকে রক্ষা করতে অবিলম্বে দৈনিক মজুরি বাড়াতে হবে। এবং অবহেলিত শ্রমিক শ্রেণির জীবনমান উন্নয়নে সরকার ও শ্রম মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।”
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতি সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টন,চট্টগ্রাম মহানগর ডেকোরেটার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি নূর নবী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর।