বিএনপি নেতা ইদ্রিস আলীর বড় বোনের ইন্তেকাল, বিএনপির শোক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলীর সেজ বোন, পাঁচলাইশ চালিতাতলী বাজারস্থ আমিন নগর লস্কর আলীর বাড়ীর আবদুল হাকিমের স্ত্রী মোছাম্মৎ ছফুরা খাতুন মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ৩ মেয়ে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার ফজরের নামাজের পর পাঁচলাইশ চালিতাতলী মসজিদের সামনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে ছফুরা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন