বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ,শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেছে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
শুক্রবার (৩ মে) বিকালে লামা পৌরসভার লাইনঝিরি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
উপকরন সমূহ ১৫০ প্যাকেট খাদ্য, ১মেট্রিক টন চাল, নগদ ৩৩হাজার টাকা,৭ বান্ডিল ঢেউ টিন।
জেলা প্রশাসক বলেন, সবসময় যেকোন দূর্যোগ ও আপদকালীন সময়ে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। সবসময় তাদের খোঁজ খবর রাখছে এবং তাদের পাশে দাড়াচ্ছে। আগামীতেও প্রশাসন সকল ধরণের সমস্যায় তাদের পাশে থাকবে।
এসময় বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, লামা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি পড়েছেনঃ ২৭