নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের নতুন কনফারেন্স রুমে ৯ মে ২০২৪ তারিখে বাংলাদেশ নৌবাহিনী হতে প্রেষণে নিয়োজিত নৌ-প্রশিক্ষক লে: কমান্ডার মোঃ রাশেদ নিজাম চৌধুরীর বদলিজণিত বিদায় সংবর্ধনা এবং লে: কমান্ডার কাজী ইফতেকার স্যারের বরণ অনুষ্ঠান একাডেমির কমান্ড্যান্ট (অ: দা) ক্যাপ্টেন আই কে তৈমুরের সভাপতিত্বে এবং এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী অতিথি নৌ-প্রশিক্ষক লে: কমান্ডার মোঃ রাশেদ নিজাম চৌধুরীর একাডেমিতে দীর্ঘ আড়াই বছরের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং নবাগত নৌ-প্রশিক্ষক লে: কমান্ডার কাজী ইফতেকার নিজের পরিচয়, অতীত বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরে একাডেমিতে ক্যাডেট প্রশিক্ষণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় নটিক্যাল শাখা হতে বক্তব্য রাখেন উধ্বর্তন নৌ-প্রশিক্ষক ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, ইঞ্জিনিয়ারিং শাখা হতে বক্তব্য রাখেন উধ্বর্তন প্রকৌশলী প্রশিক্ষক ও প্রধান প্রকৌশলী (অ: দা:) নৌপ্রকৌ. মোঃ আতিকুর রহমান, শিক্ষা বিভাগ হতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটটিউট, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌ মোহাম্মদ শহীদুল্লাহ, উধ্বর্তন শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা জিন্নাত আরা নাছরীন ও উধ্বর্তন যান্ত্রিক প্রকৌশলী প্রশিক্ষক হিমু বড়ুয়া। লে: কমান্ডার মোঃ রাশেদ নিজাম চৌধুরী বাংলাদেশ মেরিন একাডেমি হতে বদলি হয়ে “বাংলার দুরদান্ত” নেভীর জাহাজে যোগদান করবেন।