
নিউজগার্ডেন ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে চট্টগ্রামের ৪ উপজেলা রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানে আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। কেউ কেউ যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, কেউ কেউ পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ, গণসংযোগ, মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ।
আজ শুক্রবার (১০ মে) বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাচনে চেয়রাম্যান প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ গণি চৌধুরীর পক্ষে দক্ষিণ বুড়িশ্চর এলাকার বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করা হয়। এসময় হিন্দু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দে, যুগ্ম সম্পাদক উজ্জ্বল পাল চৌধুরী, দক্ষিণ বুড়িশ্চর রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক রনি দাশগুপ্ত, দক্ষিণ বুড়িশ্চর পূর্বপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় তালুকদার, বিপ্লব দাশগুপ্ত, কল্যান ভট্টাচার্যসহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের পরিক্ষীত ত্যাগী নেতা ইউনুছ গণি চৌধুরী নির্বাচিত হলে এলাকার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখবেন।
এছাড়া হাটহাজারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আশোক কুমার নাথ এলাকার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। ফটিকছড়ি উপজেলায় চেয়রাম্যান প্রার্থী মো. বখতেয়ার সাঈদ এলাকায় গণসংযোগ করেন।
দ্বিতীয় দফা চট্টগ্রামের ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে ৩২টি মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়রাম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন জমা দেন। চট্টগ্রামের রাউজানে এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও মনোনয়ন দাখিলকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।