বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ বহদ্দারহাট খাজারোড সাবানঘাটার রশিদ মঞ্জিল নিবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আলী (৬৫) গতকাল ১১ মে (শনিবার) রাত ৮ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ সকাল ১০ টায় মৌলভী আছাদ আলী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জামাতা হাফেজ আবদুর রশিদের ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক কামরুল হুদা, সমাজ সেবক জসিম উদ্দিন সরকার, মুজিবুর রহমান, রাজনীতিবিদ খোরশেদ আলম, এডভোকেট মিজানুর রহমান, মাওলানা নূর হোসেন আনছারী, মো: ইছা, মোকাররম তালুকদার, মৌলানা ইদ্রিছ, আবুল হাশেম, ওমর ফারুক, মো: ইকবাল, আমিনুল হক লিটন, মাওলানা আবদুর রশিদ ও মোহাম্মদ রাশেদ প্রমুখ।

মন্তব্য করুন