নিউজ ডেস্ক

উপজেলা ফটিকছড়ির পাইন্দং আশ্রয়ন প্রকল্পে সন্ত্রাসীর বিরুদ্ধে ৮০ পরিবারের অভিযোগ

এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলা ফটিকছড়ির পাইন্দং আশ্রয়ন প্রকল্পের ৮০ পরিবারের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে গতকাল সমাবেশ করে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে ৮০ পরিবারের সর্দার মো: সুজন (৬৫) উপস্থিত সদস্যদের পক্ষে অভিযোগ জানান যে, বাইরের লোক মদপান করে সন্ত্রসাীদের সাথে নিয়ে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের হামলা ও নির্যাতন চালায়।
সন্ধ্যার পর রাতে বাইরের সন্ত্রাসীরা এসে অসামাজিক কার্যকলাপ এবং আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা বাঁধা নিষেধ করলে তারা এলোপাতারি মারধর ও জীবন নাশের হুমকি দেয়।
বাইরের লোক এ ধরনের অসামাজিক কার্যকলাপ না করলে আমরা আশ্রযন প্রকল্পের বাসিন্দারা শান্তিতে বসবাস করতেছি কিন্তু এ ধরনের সন্ত্রাসীদের কারণে বসবাস করা নিরাপদ নয়। তিনি আরো বলেন, ইতিমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে ফটিকছড়ি থানায় অভিযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা আমাদেরকে আ্শ্রয় ঘর প্রদান করেছে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উক্ত আশ্রয়ন প্রকল্পের ৮০ পরিবারের সদস্যরা নিরাপদে বসবাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশু হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য করুন