যুবদল নেতা মোরশেদ কামাল’র পিতার ইন্তেকাল, যুবদলের শোক

নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল এর পিতা মোঃ বদিউল আলম (৭৫) আজ ১৪ মে (মঙ্গলবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান। আজ বাদে জোহর পেকুয়া রাজাখালী দক্ষিণ সুন্দরী পাড়া সাইক্লোন সেন্টার মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদ গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন, তিনি একজন ভাল সংগঠক। রাজীনিতির পাশাপাশি একজন জনপ্রতিনিধি ও সফল ব্যবসায়ী ছিলেন। তিনি কর্মজীবনে মানুষের হৃদয় জয় করতে পেরেছেন। পিতা হারানোর কষ্ট ভুলার মত নয়। সেই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন এই মরহুমকে বেহেস্ত নসিব করেন।

মন্তব্য করুন