নিউজ ডেস্ক

চট্টগ্রাম মেরিন একাডেমিতে ক্রস কান্ট্রি রেস সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেরিন একাডেমিতে আন্ত বিভাগীয় ক্রস কান্ট্রি রেস-২০২৪ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ১৪ মে ২০২৪ অনুষ্ঠিত দৌড় প্রতিযোগীতায় পুরুষ ক্যাডেট ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর উক্ত প্রতিযোগীতার উদ্ভোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, নৌপ্রকৌ. মোঃ আতিকুর রহমান, খালিদ মাহমুদ, নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী, নৌপ্রকৌ. গোলাম মোস্তফা, আনোয়ারুল ইসলাম, ক্যাপ্টেন মোজাহেরুল ইসলাম, আবুল কালাম খান, মোহাম্মদ শফিকুল আলম, সজল আহমেদ, আজিজুল হক, আশরাফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, রাজেশ বড়ুয়া, মাহফুজুর রহমান, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, ফরিদ আহমেদ খান, পিয়াস ইমাম, মোহাম্মদ নেজাম উদ্দিন, গোলাম হাফিজ প্রমুখ। কর্ণফুলি থানা ও বন্দর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য ও কোরিয়ান ইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের সহায়তায় উক্ত ক্রস কান্ট্রি রেস একাডেমির ফুটবল গ্রাউন্ড থেকে শুরু করে কেইপিজেড জেটি সম্মুখস্থ মোড় হয়ে কেইপিজেড টেক্সটাইল-২ রোড অতিক্রম করে সিইউএফ রোড পযর্ন্ত গিয়ে আবার একাডেমির ফুটবল গ্রাউন্ড পৌঁছে দৌড় প্রতিযোগীতা শেষ হয়। এতে বিচারকদের রায়ে মেইন টপ ডিভিশন চ্যাম্পিয়ান, মিজেন টপ ডিভিশন রানার্স আপ এবং ফোর টপ ডিভিশন ৩য় স্থান লাভ করে। ফিমেল ক্যাডেটদের মধ্যে ৫৯ ব্যাচের ক্যাডেট সুমাইয়া হক ১ম, ৫৮ ব্যাচের ক্যাডেট সাইমা ইসলাম শ্রাবন ২য় এবং নুসরাত জাহান তানহা ৩য় স্থান অধিকার করেন এবং মেল ক্যাডেটদের মধ্যে ৫৮ ও ৫৯ ব্যাচের ক্যাডেটদের মধ্য হতে দ্রুততম মানব ১ম ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী মেল ক্যাডেটদের ক্যাডেট নং ৫৬৭৬, ৫৭৬৭, ৫৮০১, ৫৫৬৭, ৫৬১৮, ৫৮৭২, ৫৭২৪, ৫৬৮৩, ৫৭১৩, ৫৫৯০, ৫৫৭০, ৫৮৭৭, ৫৮৩২, ৫৮২৬, ৫৬১৪, ৫৫৮৮, ৫৭৪০, ৫৭৬১, ৫৮২৭, ৫৬৮৯। কমান্ড্যান্ট মহোদয় বিজয়ী ক্যাডেটদের মাঝে কাপ, ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন।

মন্তব্য করুন