নিউজ ডেস্ক

৩ দিন হতে এক গৃহিনী নিখোঁজ!

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর খাজারোড সাবানঘাটার মৌলভী আছাদ আলী বাড়ীর রীনা আকতার (৪৩) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহিনী গত ১২ মে (রবিবার) হতে নিখোঁজ রয়েছেন। স্বামী মো. আবদুল নবী থানায় সাধারণ ডায়েরী করেন।

ডায়েরী সূত্রে জানা যায়, গত ১২ মে রবিবার ২০২৪ ইং তারিখ রবিবার সকাল অনুমান ৭ টায় বাড়ীর সকলের অগোচরে ঘরের বাহিরে যান। তাৎক্ষনিক ভাবে আশপাশ নিকট আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে থাকে পাওয়া যায়নি। নিখোঁজের স্বামী চান্দগাঁও থানার খাজারোড সাবানঘাটা মৌলভী আছাদ আলী বাড়ীর আবদুস সালামের ছেলে মো. আবদুল নবী বাদি হয়ে বিস্তারিত জানিয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন (যাহার নং-৭৭৫/১৩-০৫-২০২৪)।

বর্ণনা: মুখমন্ডল লম্বাটে, গায়ের রং উজ্জ্বল, উচ্চতা অনুমান ৫ ফুট, পরনে ছিল থ্রি পিস চকলেট কালার গোলাপী, বাবলী কাটা চুল, সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি গৃহিনীর সন্ধান পেয়ে থাকলে উল্লেখিত মোবাইল নাম্বারে (০১৮১৪- ৯৮৫২৯১) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। অদ্যাবধি সে বাড়িতে ফিরে আসেনি।

মন্তব্য করুন