“সেই রাব্বির পাশে ছাত্রদল”

নিউজগার্ডেন ডেস্ক: দুটি হাত হারিয়েছে সাত বছর আগে। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় ভাটিয়ারী ওভারব্রিজে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি হাতই কেটে ফেলতে হয়েছিলো রফিকুল ইসলাম রাব্বির। কিন্তু জীবন যুদ্ধে হার না মানা মেধাবী রাব্বি লেখাপড়া চালিয়ে গেছে। এবারের এসএসসি পরীক্ষায় রাব্বি জিপিএ ফাইভ পেয়েছে। রাব্বি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজী টিএসি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। দিনমজুর বাবা-মায়ের সন্তান হয়েও দারিদ্র্যের কষাঘাতের মধ্যে থেকেও এমন ফলাফল রাব্বির। তার এমন সাফল্যে অনুপ্রাণিত ও উচ্ছ্বসিত হয়ে রাব্বিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বিকালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালের নেতৃত্বে ছাত্রদলের একটি টিম তাকে ফুলেল শুভেচছা জানায়। এসময় ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষা ও শিক্ষার্থীদের পাশে আছে। ভবিষ্যতে রাব্বির উচ্চ শিক্ষায় যেকোনো প্রয়োজনে ছাত্রদল তার পাশে দাঁড়াবে।” এসময় রাব্বির বাবা বজলুর রহমান, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আজিজ, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল, ছাত্রদল নেতা মোঃ ইয়াছিন, আবু সাইদ ইমরান সহ প্রমুখ।

 

মন্তব্য করুন