নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য রাঙ্গামাটি কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এই সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা। গতকাল সোমবার ২৪ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। এই উপলক্ষে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছেন মৎস্য অধিদপ্তর। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘’নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’। সোমবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। উক্ত মত বিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উৎপাদন বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
নানান কর্মসূচির মধ্যে প্রথম দিন ২৪ জুলাই সকাল ১০টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়। দ্বিতীয় দিন ২৫ জুলাই ব্যানার ফেস্টুন সহযোগে শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যেক্তা/প্রতিষ্ঠানকে
পুরস্কার প্রদান। তৃতীয় দিনে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের মতবিনিময়। চতুর্থ ও পঞ্চম দিনে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন। ষষ্ঠ দিনে বিকল্প কর্মসংস্থানের আওতায় উপকরণ বিতরণ। সপ্তম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।