নিউজ ডেস্ক

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’

নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজিএমই’র নেতা মোহাম্মদ নাছির বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো দুর্যোগে-সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ তাদেরও তিনি ভুলে যাননি, সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী, যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে। ‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ এবং মানুষের কথা ভাবেন।
গতকাল পটিয়ার শোভনদন্ডী, খরনা, কচুয়াই, বড়লিয়া, জিরি ইউনিয়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক হস্তান্তরকালে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনাই হচ্ছে কাউকে পিছে রেখে নয়-সবাইকে সমান সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে যাওয়া, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

মন্তব্য করুন