নিউজ ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন: গোলাম আকবর খোন্দকার

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন এর সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক, সাবেক রাষ্ট্রদূত ও এমপি জননেতা গোলাম আকবর খোন্দকার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন এবং বিভক্ত জাতিকে একত্রিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। একটা নতুন বিপ্লব শুরু করেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে তিনি গোটা জাতিকে, বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো সেখান থেকে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন এবং উন্নয়নের ভিত্তিটা স্থাপন করেছিলেন। আমরা আজকে এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে আমাদের আহবান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ১৯৭১ সালে যে স্বাধীনতার আকাংখা নিয়ে, উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাংখা নিয়ে একটি মুক্ত সমাজের জন্যে আমরা যে লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম সেই আকাংখাকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা আবার লড়াই-সংগ্রাম শুরু করি।

আজ ৩০ মে (বৃহস্পতিবার) দুপুরে ২ নং গেইট ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি জাতীয় নিবাহী কমিটির সদস্য, মিডিয়া সেল সদস্য, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র স্বাধীনতা ঘোষণা ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক। উনার ঘোষণা পেয়ে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতি, আজ আমরা স্বাধীন জাতি হিসাবে সারা বিশ্বে পরিচিত। উনার এই অবস্থান কখনো ভুলার নয়। আজ এই মহান নেতার ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি আরো বলেন বিনা আপরাধে উনারই সহধর্মিণী সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার বিনা চিকিৎসা ও গৃহবন্দী আমি উনার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি ও গণতন্ত্রেরব মুক্তি ও পূর্ণ স্বাধীনতা কামনা করছি।

চট্টগ্রাম উত্তর জেলা জাসাস, সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আশরাফ উল্লাহর পরিচালনায় বক্তব্যরাখেন সহ সভাপতি আইয়ুব খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মোহাম্মদ, তাহেরা মহররম, সাঈদা নাঈম, মোহাম্মদ ইকবাল, রবিউল হোসেন, আলমগীর রানা, মো. করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন