নিউজ ডেস্ক

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির উদ্যোগে কাজী নজরুলের সাহিত্য সম্প্রীতি

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কাজী নজরুলের সাহিত্য সম্প্রীতি ও অহিংস বিশ্ব গড়তে সহায়তা করবে।

বিকেলের রাজধানীর পুরনো পল্টনে একটি হোটেলে আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে।

৩০ মে বৃহস্পতিবার বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ হোটেল ফারসে আল্লামা ইকবাল কালচকরাল সোসাইটির আয়োজনে আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজি নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা শীর্ষক সেমিনার সোসাইটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ, ড আনিসুজ্জামান, মেজর জেনারেল এহতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড জাকারিয়া, ড খালেকুজ্জামান, কবি আসলাম সানি প্রমুখ,

আমন্ত্রিত রাস্টদূতদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার এবং অন্যান্য কূটনীতিকবৃন্দ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তাগন বলেন অসাম্প্রদায়িক সুফিবাদি সাহিত্যে কবি আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলাম যে সম্প্রতির বার্তা দিয়ে গেছেন তা অহিংস শান্তিময় বিশ্বগড়তে বিশাল অবদান রাখবে। ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হওয়ার পরও।” সারা জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা” সহ ভারতের অনেক দেশাত্মবোধক জনপ্রিয় গান কবিতা ইকবালেরই লেখা। তেমনিভাবে কাজি নজরুল ইসলাম যেমনি হামদ নাত লিখেছেন তেমনি শামা সঙ্গিত লিখে অহিংস সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন।

সেমিনারে সাহিত্য, মানব সেবায় অহিদা বানু, প্রকাশনা শিল্পে মিজানুর রহমান পাটোয়ারি, সাংবাদিকতায় কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, আর টিভির মাইন উদ্দিন মামুন, এটিএন নিউজের সাজ্জাদ আরিফ। মাহবুব মুকল, মোস্তফা কামাল মাহদি, রেজওয়ানুল হক কাজি সাব্বির সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের সাহিত্য, কবিতা, মানব সেবায় ড মোহাম্মদ ইকবাল এওয়ার্ড দেয়া হয়।

মন্তব্য করুন