নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে আজ শনিবার সকালে নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কার্যালয়ৈ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ার্ড অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। এ সময় কাউন্সিলর বলেন, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও প্রসূতি মাকে বেশি পরিমাণ ভিটামিন-এ সমৃদ্ধ প্রাণিজ খাবার (মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা) ও হলুদ ফলমূল ও রঙিন শাক এবং জন্মের পর এক ঘণ্টার মধ্যে নবজাতককে শাল দুধ ও ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওতাতে হবে। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং শিশু মৃত্যু ঝুঁকি কমবে।
খবরটি পড়েছেনঃ ১৫