সারাদেশে উপজেলা নির্বাচনের নামে আওয়ামী দলীয় কাউন্সিলের আয়োজন চলছে: ফজলুল হক

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, চাকসু’র সাবেক ভিপি, মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি জাতির যেকোনো সঙ্কটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে, বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হয়নি, দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন, স্বাধীনতা যুদ্ধে তার এ অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে, তিনি একদলীয় বাকশালের রাহুমুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, নিশ্চিত করেন বাক-ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা।
ফজলুল হক বলেন আজ সারাদেশে আমি আর ডামি নির্বাচন চলছে, উপজেলা নির্বাচনে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করে আওয়ামী দলীয় কাউন্সিলের আয়োজন চলছে।
তিনি আজ হাটহাজারীর চৌধুরীহাটে হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা ব্যক্ত করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মির্জা শহীদুল্লাহ বাবুল এর সভাপতিত্বে ও বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বডুয়া, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ চেয়ারম্যান, বিএনপি নেতা আলহাজ্ব নুরুন্নবী তালুকদার, গাজী জাফর আলম, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, ফারুক ই আজম, মোহাম্মদ ইব্রাহিম, সাফায়েতুল ইসলাম সাবাল, মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বক্তব্য রাখেন মোহাম্মদ লোকমান চৌধুরী, মোহাম্মদ সেলিম, আমজাদ হোসেন, শফিক আহমেদ ভুট্টু, এস.এম মহিউদ্দিন মাসুদ, সেলিম উদ্দিন তালুকদার, নুরুল আলম মেম্বার, আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাফর আলম, সৈয়দ নাজিম উদ্দিন, আব্দুল করিম আব্দুল, হারুন অর রশিদ, মোজাম্মেল হক ডায়মন্ড, আশিক উল্লাহ শাহ, এয়ার মোহাম্মদ বাচা, এডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিন, রেজাউল করিম বাবু, এস.এম রাশেদুল আলম, সাইফুল ইসলাম তালুকদার, শফিউল আজম চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, আনোয়ার হোসেন আনু, শেখ মোরশেদ, শাহজাহান খাঁন, এস, এম একরাম, শফিকুল ইসলাম বাবু, আব্দুল মাবুদ শিমুল, আবু তৈয়ব, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজম উদ্দিন, মাহির আজমল কপিল, মোহাম্মদ এমরান, মোহাম্মদ মহিউদ্দিন, জিয়াউদ্দিন মিজান, ইকবাল হোসেন টিটু, শাহনেওয়াজ জাহান মুন্না,
রহমত উল্লাহ চৌধুরী, জোবাইদুল আলম জুয়েল, ইলিয়াস সানি, মোহাম্মদ শাহেদ, নুরুল হুদা হৃদয়, ইয়ামান মজুমদার, হাসনাইন খাঁন মুন্না, মোহাম্মদ ফোরকান, আবদুল করিম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ দলের প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নুরুল আফসার আনসার।

মন্তব্য করুন