অরুন নাথ, পটিয়া প্রতিনিধি: চটগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন এলাকার মেহের আটি গ্রামের ঐতিহ্যবাহী হযরত নুরুদ্দিন শাহ্ (রঃ) দাখিল মাদ্রাসার কনফারেন্স হল প্রাঙ্গণে এ শিক্ষা প্রতিষ্ঠানের-২০২৪ সালের দাখিল পরীক্ষায় “এ” প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যো বই বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে অনুষ্ঠিত সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও ফিরোজা-রউফ ফাউন্ডেশ চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জামাল ছাওার মিয়া প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ক্ষেত্রে মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে কেউ কম গ্রেড বা কেউ বেশী গ্রেড পেয়ে পাস করে সফলতা অর্জন করে সামনের দিকে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। তবে বলতে হয় পরীক্ষায় পাশ করলে জ্ঞানী নয়। লেখা-পড়ার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও দেশের উন্নয়ন কাজে জ্ঞান অর্জন করে জ্ঞানী হতে হবে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীর উপর পিতা-মাতার সচেতনতা বাড়াতে হবে। তা-হলে দেশের সকল ক্ষেত্রের উন্নয়নের রূপকার সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে। তাই মেহের আটি গ্রামের কোন শিক্ষার্থী আর্থিক কারণে পড়া-লেখা করতে না পারলে তাদের জন্য আমার পূর্ণ সহযোগিতা পূর্বের ন্যায় অব্যহত থাকবে। আমি চাই মেহের আটি গ্রাম এলাকা সুশিক্ষায় গড়ে উঠুক এবং মানুষের জন্য মানবিক যে কোন কাজ নিয়ে আমার সার্বিক সহযোগিতা সকলের জন্য অব্যাহত থাকবে, এসব আরো কথা বলেন তিনি।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সদস্য মাহমুদুল হক। কে. এম. আকতার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দাতা সদস্য মেম্বার নুরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পর্যায়ক্রমে সিরাজুল ইসলাম চৌধুরী, মাহবুব চৌধুরী বাবুল, সামশুল আলম, আবু সিদ্দিক, আবদুল মান্নান রানা, শাহাব উদ্দিন, ফোরকান ও রফিকুল আলম সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।