নিউজ ডেস্ক

ঈদুল আযহার পূর্বে নগরীর ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারের নির্দেশনা ভারপ্রাপ্ত মেয়রের

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত লোডের কারণে নগরীর প্রধান ও অলিগলির ক্ষতিগ্রস্থ সড়কসমূহ ঈদুল আযহার পূর্বেই সংস্কারের নির্দেশনা প্রদান করেন।

আজ রোববার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র এই নির্দেশনা দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, রিফাতুল করিম চৌধুরী, আশিকুল ইসলাম, আনোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মন্তব্য করুন