ড্যাবের সভাপতি ডা: জসিমের সহধর্মিনীর মৃত্যুতে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক

নিউজগার্ডেন ডেস্ক: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিনী মিসেস নাছিমা আক্তারের ইন্তেকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায় প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় বিএসপিপি নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয় বলেন, তিনি অত্যন্ত ধার্মিক, পরোপকারি, সমাজ হিতৈষী ও মানবদরদী ছিলেন।তারা মহান আল্লাহ দরবারে মরহুমা জান্নাত কামনা করেন।

মরহুমা নাছিমা আক্তার সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত ৩০ মে ডা. জসিম উদ্দিন চৌধুরী তাঁর মমতাময়ী মা’কে হারান।

মন্তব্য করুন