উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণের পর ফটিকছড়িতে নাজিম উদ্দীন মুহুরীকে বিশাল গণসম্বর্ধনা

এ. কে. এম. নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: আজ ১২ জুন/২৪ইং তারিখে উপজেলা ফটিকছড়ির নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরীকে নেতা কর্মী ও ফটিকছড়িবাসী মোটর শোভাযাত্রার মাধ্যমে নাজিরহাট নতুন রাস্তার মাথা হইতে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে নিয়ে আসে। এই সময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসমূহের নেতা কর্মী ও ফটিকছড়িবাসী আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরীকে এক বিশাল গণ সম্বর্ধনা প্রদান করেন। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময়ের পর তার বক্তব্যে বলেছেন আপনারা ফটিকছড়িবাসীর সেবা করা জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন নব নির্বাাচিত ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন নুপুর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তছলিম বিন জহুর, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মাহামুদুল হক, সমিতিরহাট ইউপি’র চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন। এছাড়া ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিট সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন