সূচনা হলো ধারাবাহিক নাটক ‘জীবন সঙ্গী’ এর শ্যুটিং। জহিরুল ইসলাম মামুনের গল্প,চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সায়েম উদ্দীন,তৃষ্ণা নাথ,জান্নাতুল ফেরদৌস মুন্নী,এসডি আল ইমরান ও সৌরভ গাঙ্গুলি। ২৩জুন, শুক্রবার থেকে শ্যুট শুরু হওয়া এই নাটকের গল্পের বিষয়ে জানতে চায়লে অভিনেতা সায়েম উদ্দীন বলেন ‘ আমাদের যাপনে ঘটে যাওয়া বাস্তবমুখী কোনো এক তরুণের গল্প এটি।ঘটনাক্রমে যার সাথে জড়িয়ে যায় তার পরিবার ও বন্ধুরা।’ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শ্যুটিং করার পরিকল্পনা আছে জানিয়ে পরিচালক ও চিত্রনাট্যকার জহিরুল ইসলাম মামুন বলেন, ‘সদ্য স্নাতক শেষ করা এসময়কার দুই তরুণ-তরুণীর প্রেম,বিয়ে,সংসার যাপন নিয়েই এগিয়েছে গল্পটি।আশা করছি দর্শকমহল নিজেদের সাথে ঘটে যাওয়া নানা ঘটনার মিল পাবেন।’ বয়ান শিল্পাঙ্গনের প্রযোজনায় নাটকের ধারাবাহিক পর্বগুলো প্রচার হবে বয়ান শিল্পাঙ্গনের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।