নিউজ ডেস্ক

বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দের

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বার বার বলছে খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। সুশীল সমাজ, বিদেশী মিশন, ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ একই কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও একই কথা বলেছে। কিন্তু ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সত্ত্বেও তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেয়া হচ্ছে না উন্নত চিকিৎসা। অথচ যে সব পুলিশ কর্মকর্তা সরকারের নির্দেশে বেআইনীভাবে মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে খালেদা জিয়াকে জেলে দিয়ে যে অমানসিক অত্যাচার করছে তা মানবাধিকার লঙ্ঘনের সামিল। অথচ সে সব পুলিশ কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। অথচ সরকার তাদের ব্যাপারে নির্বিকার, সরকারের মন্ত্রীরা তাদের পক্ষে সাফাই গাইছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এসব পুলিশ কর্মকর্তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বাংলাদেশের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দকে অবিলম্বে খালেদা জিয়া মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি, ডা. তমিজ উদ্দিন মানিক, ড্যাব মহানগর শাখার সভাপতি ডা. আব্বাস, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সারোয়ার আলম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন, সদস্য সচিব অ্যাড. আবদুল মান্নান।

মন্তব্য করুন