
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ জুন) বাদ আছর নগরীর খুলশী এলাকায় একটি মাদ্রাসা ও এতিমখানা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।সেই সাথে মহান স্বাধীনতার ঘোষক,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল আলম, পাহাড়তলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম হৃদয়,চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সদস্য মোহাম্মদ ইব্রাহিম,১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুক,মোহাম্মদ মোকাদ্দেস,মোঃ সাইফুল খান,মোহাম্মদ হাসান,ফারুক,মানিক প্রমুখ।