১ জুলাই ২০২৪ তারিখ, সোমবার বিকাল ৪ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল মেম্বার ডেভেলপমেন্ট কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল মেম্বার ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ জাফর। এসময় তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে রিহ্যাব সদস্যদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন বলেন, রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত ডেভেলপার প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিতসহ সকল অনিয়ম-বিচ্যুতি রোধের জন্য সরকার বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১৩(১) মতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রিহ্যাব সদস্যপদ গ্রহণ বিষয়ে (পরিচালক, বাণিজ্য সংগঠন (ডিটিও) স্বাক্ষরিত বাণিজ্য মন্ত্রণালয় (টি.ও-২ অধিশাখা) এর ২১ মে, ২০২১৭ তারিখের স্মারক নং বাম/টিও-২/এ-৩৯২ (অংশ-৩)/১২৩) পরিপত্র জারি করেছেন। অথচ দীর্ঘ ৭ বৎসর অতিবাহিত হলেও বর্তমানে পরিলক্ষিত হচ্ছে, অনেক ডেভেলপার প্রতিষ্ঠান রিহ্যাব সদস্যপদ গ্রহণ না করে চট্টগ্রামে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন, যা আইনের পরিপন্থি।
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, অনেকেই কোন নিয়মনীতি না মেনে শেয়ার বিল্ডিং করে ব্যবসা করছে। এ জন্য সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল মেম্বার ডেভেলপমেন্ট কমিটির যুগ্ন আহবায়ক জনাব মোঃ সাদেক, সদস্য জনাব আশীষ রায় চৌধুরী।