নিউজ ডেস্ক

২ শতাধিক রাজনৈতিক নেতাকর্মীর তৃণমূল-বিএনপিতে যোগদান

নিউজগার্ডেন ডেস্ক: সাবেকমন্ত্রী, ব্যারিস্টার নাজমুল হুদা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তৃণমূল বিএনপিতে এনপিপির সদ্য পদত্যাগী প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের মুখপাত্র কাজী সাব্বিরের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ গত ৬ জুলাই প্রেসক্লাবের জহুর হোসেন হলে সকাল ১০ টায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে যোগদান করেন।

এদের মধ্যে অন্যতম এনপিপি প্রেসিডিয়াম সদস্য, শেখ ইকবাল হাসান স্বপন,প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য নীলা মল্লিক, এনপিপির চেয়ারম্যান এর উপদেষ্টা শফি সরকার ভাইস প্রেসিডেন্ট শেখ গাফফার যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলম, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জিএসএম সেলিম রেজা, মিসেস শান্তি রিবেয়ো, খাদিজা আল কুবরা জলি, মুসলিম লীগ নেতা কায়েস মাহমুদ প্রমুখ।

তৃণমূল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আক্কাস আলী খানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি তৃণমূল-বিএনপি চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা, শমসের মুবিন চৌধুরী, বীর বিক্রম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল-বিএনপি’র মহাসচিব ডক্টর তৈমুর আলম খন্দকার, তৃণমূল বিএনপির কোষাধ্যক্ষ শামিম আহসান, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব রোখসানা আমিন সুরমা, তৃণমূল বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, তৃণমূল-বিএনপি নেতা রফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল মোতালেব হোসেন, তৃণমূল বিএনপি নেতা গোলাম মোস্তফা, তৃণমূল বিএনপি নেতা আনিসুল ইসলাম, নারীনেত্রী শাহানুর রহমান ঝর্না কৃষক শ্রমিক পার্টির সভাপতি, মোঃ সিরাজুল ইসলামসহ আরো বক্তব্য রাখেন তৃণমূল বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

তৃণমূল বিএনপি’র এক্সিকিউটিভ চেয়ারপারসন, অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা অসুস্থ জনিত কারণে অনুপস্থিত থাকায় সবায় সভাপতিত্ব করেন, তৃণমূল বিএনপি’র ভাইস চেয়ারপারসন দীপক কুমার পালিত।

প্রধান অতিথি ও প্রধান বক্তা, তাদের বক্তব্যে যোগদানকারী নেতৃবৃন্দদের তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, তারা দলীয় আদর্শে নিবদিত থেকে দেশ ও জনগণের জন্য কাজ করবেন।

 

মন্তব্য করুন