নবগঠিত নগর বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে চান্দগাঁওয়ে আনন্দ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে চান্দগাঁও যুবদল, স্বেচছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, ছাত্রদল ও অংগসংগঠন নেতৃবৃন্দের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, এরশাদ উল্ল্যাহ ও নাজিমুর রহমান এর প্রতি চট্টলার জাতীয়তাবাদী শক্তির শতভাগ আস্থা আছে। তাদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে। এরশাদ উল্ল্যাহ ও নাজিমুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম হতেই হাসিনার পতন ঘণ্টা বাজানো হবে। শহীদ জিয়ার রক্তের ঋণে আবদ্ধ চট্টগ্রামবাসী বরাবরই সকল অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার ছিল। বর্তমান আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এরশাদ উল্ল্যাহ ও নাজিমুর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

মন্তব্য করুন