চট্টগ্রামে জোরপূর্বক ভূমি দখল, মারধরের অভিযোগ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানার আহসানিয়া পাড়ার আবদুল লতিফ সওদাগরের বাড়ীর সিদ্দিক আহমদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম অভিযুক্ত সিদ্দিক আহমদ ও তার পরিবারের চারজনের নামে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্দিক আহমদসহ বিবাদীদের সঙ্গে একই এলাকার মৃত আবদুল লতিফের মেয়ে হাসিনা বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সিদ্দিক আহমদে ছেলে মো: সরোয়ার, মো: সুমন ও তার পিতা বিভিন্ন সময় জোরপূর্বক হাসিনা বেগমের শিকলবাহা মৌজার ২.৫০ শতক ভিটি ভূমি বেদখলের পাঁয়তারা করে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এ ঘটনার অভিযুক্তরা নানা সময় ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২০২৪ সালের জুলাই মাসের ১ তারিখ সকালে অভিযুক্ত সিদ্দিক আহমদের নেতৃত্বে বাকি বিবাদী মো: সরোয়ার, মো: সুমনসহ আরো ৩-৪ জন জোরপূর্বক হাসিনা বেগমের ভিটি ভূমিতে প্রবেশ করে নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দেওয়ায় ভুক্তভোগীদেরকে মারধর করে বলে জানা যায়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার এস আই মোবারক হোসেন বলেন, অভিযোগ জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন