
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আওয়ামীলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলা ও গুলিবর্ষনে চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম সহ তিন জনের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন,সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দমনে স্বৈরাচার সরকার মানব হত্যার মত জঘন্য কাজ বেছে নিয়েছে।সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পৈশাচিক,ঘৃণ্য কাপুরুষিক এবং নৃশংসভাবে হামলা চালানোর মধ্যে জাতিকে আবারো পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দিলো।এই স্বৈরাচারী সরকার বর্বরতার একের পর এক নজির স্থাপন করে যাচ্ছে।জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ স্বৈরাচার সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতা কুক্ষিগত করে রেখে দেশ বিক্রি করার ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তা হতে দিবে না। জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার সরকারকে পতনের মধ্য দিয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ তিন জনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে এই বর্বর হামলা থেকে বিরত থেকে তাদের দাবি মেনে নিন ও গ্রেফতারকৃত নিরপরাধ সাধারণ শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানাই।