“সাধারণ শিক্ষার্থীদের” কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তারে দীপ্তি – শাহেদের নিন্দা ও প্রতিবাদ

নিউজগার্ডেন ডেস্ক:

সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের হামলায় মেধাবী শিক্ষার্থী হতাহতের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চট্টগ্রামে মহানগর যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম বখতেয়ার উদ্দিন, কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরু, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহবায়ক ফয়সাল হোসেন মানিক, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন আহমেদ জামাল, ডবলমুরিং থানা যুবদল নেতা সোহেল আরমান, মো. মানিক, ইপিজেড থানা যুবদল নেতা মো. ইফতেখার, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ ইয়াছিন, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা জয়নাল আবেদিন সাকিব, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহিম, ৯ নং নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেল, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড যুবদল নেতা পারভেজ আলম, মো. ইমন, ৩৮ নং মধ্যম হালিশহর ওয়ার্ড যুবদল নেতা মো. রাশেদ ও মো. মহিউদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে বিনা গ্রেপ্তারী পরোয়ানায় গ্রেপ্তার ও নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দূর ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নেতৃদ্বয় বুধবার (১৭ জুলাই) যৌথ বিবৃতিতে, ছাত্র সমাজের আন্দোলন চলাকালীন হত্যা, দমন-নিপীড়ন করে অতিতের কোন স্বৈরাশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না।

সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবী পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে সাধারণ ছাত্রদের এই আন্দোলনে ঠান্ডায় মাথায় পরিকল্পিত ভাবে বলপ্রয়োগ এবং সরকারী দলের ছাত্রসংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠন প্রায় সারা দেশে হামলা, সশস্ত্র আক্রমণ ও গুলিবর্ষণ চালিয়ে ৭জনকে হত্যা ও হাজার হাজার শিক্ষার্থীকে আহত করার ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃদ্বয় অবিলম্বে অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত যুবদল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মন্তব্য করুন