চট্টগ্রামস্থ বিজিএমইএ হাসপাতালে জটিল ক্যান্সার অপারেশন সফলভাবে সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ হসপিটাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার, সি-ম্যান্স হোস্টেল গেইট, বন্দর, চট্টগ্রামে গত ২৭ জুলাই, ২০২৪ইং তারিখে স্তন ক্যান্সার, জটিল অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়। লে. কর্ণেল মোহাম্মদ তারেকুল ইসলাম, এম.বি.বি.এস., এফ.সি.পি.এস., এমসিপিএস (সার্জারী) এস.জি.পি. ও এ্যানেস্থেসিওলজিষ্ট লে. কর্ণেল জাহিদুল ইসলাম, এম.বি.বি.এস. এফ.সি.পি.এস. ডিএ (এ্যানেস্থেসিয়া) এর সমন্বয়ে গঠিত ৬ সদস্য বিশিষ্ট টিম দিয়ে উল্লেখিত অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।

উল্লেখ্য যে, বিজিএমইএ হসপিটালে পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জন্য স্বল্পমূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারী, হিস্টেরকটমি, পিওথলির পাথর, হার্ণিয়া, এপেন্ডিসেকটমি, হাইড্রোসিল ও নাক, কান, গলা সহ সকল ধরণের অপারেশন করা হয়।

হাসপাতালটির আরো উন্নয়ন ও আধুনিকায়নে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী সহ বর্তমান পরিচালনা পর্ষদ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। এ’বিষয়ে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন- পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি এ অঞ্চলের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিজিএমইএ হাসপাতালটি এ অঞ্চলের একটি আদর্শ হাসপাতালে পরিণত হবে।

রাকিবুল আলম চৌধুরী, সহ-সভাপতি বলেন শ্রমিকদের সুস্বাস্থ্যর বিষয়টি আমরা সব সময় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।

মন্তব্য করুন