আজ বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুর চত্বরে কোটা আন্দোলনের সহিংসতায় নিহত সকল শিক্ষার্থী, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি শোক জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল মেয়র আ.জ.ম নাছির উদ্দীন’র নির্দেশে মহানগর যুবলীগের অন্যতম সংগঠক মো. ফিরোজের নেতৃত্বে পাঁচলাইশ থানা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শোক পালন করেন। এরপর বুকে কালো ব্যাজ ধারণ করে বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
এসময় মো. ফিরোজ বলেন, ‘কোটা আন্দোলনে যারা এই নির্মম সহিংসতা চালিয়েছে তারা দেশের শত্রু, জনগণের শত্রু। এই সহিংসতায় যারা নিহত হয়েছে আমরা তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। এছাড়া দেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করার আহবান জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মো. বাবলু, মো. হারুন, মো. নজরুল, মো. মহিউদ্দীন, মো. আরমান, নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি, সালাউদ্দিন মুন্না, মো. সজীব, তোফাজ্জল, সোহেল, রাকিব, ঈসমাইল, মাশরাফি, আরিয়ান প্রমুখ।