নিউজ ডেস্ক

মৃত্যুর মিছিলে বাঁচতে শেখা

মাহমুদুল হাসান নিজামী: যেই মা প্রিয়তম সন্তান কে পিঠে হাত
বুলিয়ে বুলেটের সামনে এগিয়ে দেয়
সেই সংগ্রাম কখনো পরাভুত হবেনা।
যেই মা তিন সন্তানকে নিয়ে
সাজোয়াযানের মুখোমুখি দাড়ায় সেই মা
কখনো পরাজিত হয়না।
যেই বাবা এক সন্তানের লাশ কাধে নিয়ে
আরো এক জীবিত সন্তানকে নিয়ে
মিছিলের অগ্রভাগে
সেই সংগ্রাম জিতে যাবে।
যেখানে আবু সাঈদরা বুক খুলে দেয়
বুলেটের মুখে
মৃত্যুর মিছিলে বাচতে শিখেছে
মূত্যু শপথে লাখো ছাত্রজনতা
সেখানে বিজয় বীরের বেশে হাসবে।
যেখানে রাস্ট্র দানবের হেলির গুলিতে
নিজঘরে লাশ হয়ে যায় ঘুমন্ত শিশু
সেখানে বজ্রনিনাদে জেগে ওঠৈ
শোক পাথর জনপদ।
রক্তে রক্তে ধুয়ে যাবে
বিচারের নামে দল অন্ধ অবিচার
সাংবাদিকতার নামে দলবাজির
মিথ্যা সংবাদ।
ছাত্র তরুন শিশুদের রক্ত ধুয়ে দেবে
বিবেকহীনের পন্কিলতার মগজগুলো।
আমাদের অসভ্যতাকে পরিচ্ছন্ন করে দেবে
তারন্যের রক্তজোয়ার।
এসো ব্যর্থতার কান্না নয়
বজ্রহুংকারে আরেকটি মুক্তিরযুদ্ধে।
বিপ্লবীরা কাদতে জানেনা।

মন্তব্য করুন