দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি “শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা-২৩ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, পটিয়া পৌরসভা জোনের ব্যবস্থাপনায় পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় পটিয়া রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকেবক আলহাজ্ব জসিম উদ্দীন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক সৈয়দ গোলাম কিবরিয়া,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ওসমান, এতে আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আলহাজ্ব আলী হোসাইন, জনাব মুহাম্মদ জালাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ ইউসুফ জিলানী, আকতার হোসেন,.আবু নোমান নাসিম হায়দার, মুহাম্মদ মুহিবুল্লাহ্, আবদুল মান্নান, নাদিম আমিরুল হক নাবেল, জেলা সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক নূরের রহমান রণি,
শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, পটিয়া পৌরসভা জোনের উপ-পরিচালক আবু হানিফ, মুহাম্মদ সেলিম উদ্দীন, ইসমাইল তানভী, আলী হোসাইন, রাকিব ফারাবী, মুহাম্মদ আসাদুজ্জামান মিনহাজ প্রমুখ।