নিউজগার্ডেন ডেস্ক: কারাবন্দি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর বাসায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গুলিবর্ষণ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
রোববার (৪ আগস্ট) যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত- নৈরাজ্য সৃষ্টি করা। সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের জুলুম নির্যাতন বিভিন্ন কৌশল বেড়েই চলছে। ১ দফার দাবীতে দেশ যখন উত্তাল। তখন ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আওয়ামী দুর্বৃত্তরা কারাবন্দী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর বাসায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গুলিবর্ষণ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা করেছে।
নেতৃদ্বয় আরও বলেন বিভিন্ন নেতৃবৃন্দের বাড়িতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগের ঘটনা কোন সাধারণ ঘটনা নয়। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সমর্থনে কিছু সন্ত্রাসীদের দিয়ে এই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।
নেতৃদ্বয় এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।