
ওসমান চৌধূরী, ধোপাছড়ী চন্দনাইশ চট্টগ্রাম: গত ১৫ জুলাই ২০২৪ শুরু হওয়া কোটা বিরুধী আন্দোলন রুপ নেওয়া বৈসম্য বিরুধী ছাত্র আন্দোলনের সময় চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলিম তার ব্যাক্তগত সার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য চন্দনাইশ থানা কে লেলিয়েদে মজিবুর হক কোখাকে এরেষ্ট করার জন্য।
তারই ধারা বাহিকতায় ২০ জুলাই ২০২৪ ইং তারিখে ১নং ওয়ার্ডের রোবেল ও রহিমের ইশারায় চন্দনাইশ থানা থেকে আগত সাদা পোষাক ধারি দুইজন পুলিশ এসে বিকাল ০৩ ঘটি কার সময় মুজিবুল হক কোখাকে তার ব্যাবসায়িক স্থান থেকে তুলে নিয়ে যায়।তার কিছুক্ষন পর চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মোঃ নাজিম উদ্দিন কে ধোপাছড়ী নিছের বাজার থেকে জামাত শিবিরের নেতা বলে তুলে নিয়ে যায়।
মজিবুর হক কোখার অপরাধ সেই ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক। এইদিখে ছাত্র আন্দোলন ১দপা সরকার পতনের ডাকে হাছিনা সরকার পালিয়ে গেলে সকল রাজ বন্দিদের মুক্তি হয়ে যায় তারই ধারা বাহিকতায় মজিবুর হোক কোখা মেম্বর ও নাজিম উদ্দিনের মুক্তি হলে ধোপাছড়ী ইউনিয়নের আপামোড় জনতা খুশির জোয়ারে আনন্দ মিছিল নিয়ে ধোপাছড়ী বাজারে সমবেত হতে থাকে।
সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় দোহাজারী থেকে বিজয় মিছিল নিয়ে আসলে ধোপাছড়ীর জনগনের মিছিল যোগ হয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশে এই যুগের শংসপ্তক আক্ষায়িত করে।