
নিউজগার্ডেন ডেস্ক: আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মহানগরী জামায়াত কার্যালয়ে বিশিষ্ট ওলামা মাশায়েখ নেতৃবৃন্দের এর সম্মেলনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,
সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে একটি সফল আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের ছাত্র-জনতা আজ সাফল্যের একটি ঐতিহাসিক ধাপ অতিক্রম করেছে। এজন্য গত ১০-১৫ দিনে প্রাণ দিতে হয়েছে দেশের আপামর ছাত্র, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, শিশু, নারী, পথচারীসহ সকল স্তরের মানুষকে।
তাঁদের এই সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশ আজ একটি নতুন দিনের প্রত্যাশায় যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, সকলের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ গড়া। এই লক্ষ্যে আমাদের প্রাণের নগরী,বন্দর-নগরী চট্টগ্রামকেও সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আমাদের।
আমীর বলেন, নগরীতে যে-ধ্বংস ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই কাম্য নয়। এরূপ কর্মকাণ্ড এই গণ- আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। যদি এই রূপ পরিস্থিতি চলমান থাকে তাহলে আমরা যা অর্জন করেছি তা অঙ্গুরেই বিনষ্ট হবে ও অতীতের সাথে এর কোন পার্থক্য থাকবে না।
তাই আসুন, আমরা সকল ধরনের প্রতিহিংসা দূরে ঠেলে দিয়ে জাতি ধর্ম – দল- নির্বিশেষে এক যুগে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি।
সম্মেলনে মহানগরী জামায়াতের আমীর বলেন, আর যেন কোন মায়ের বুক খালি না হয়,আর যেন দেশের কোন সম্পদ বিনষ্ট না হয় এই লক্ষ্যে আমাদের চট্টগ্রামবাসীদেরও সহিংসতার পথ থেকে সরে আসতে হবে। নিজ নিজ এলাকার জনগণের জানমাল রক্ষায় একযোগে কাজ করতে হবে।
তাই আসুন আর কোনো ভেদাভেদ ও হানাহানি নয়,ঐক্যবদ্ধভাবে একটি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের ওলাম বিভাগীয় দায়িত্বশীল মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত ওলাম সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়দুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও নগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, নগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জান হেলালী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডাক্তার মুহাম্মদ সিদ্দিকুর রহমান, এস.এম লুৎফর রহমান, মাওলানা মিঞা মুহাম্মদ হোসাইন শরীফ ও মাওলানা মহসিন আল হোসাইনী।