‘রাষ্ট্র মেরামতে ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসতে হবে’

নিউজগার্ডেন ডেস্ক: স্বৈরাচার আওয়ামী দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে দেশে স্বাধীনতা ও গনতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা হলো।১০ অগাস্ট ২০২৪,নগরীর নসিমন ভবন দলীয় কার্যালয়ে বিকাল ৩ টায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগর কমিটির সভাপতি শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জিসপ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন খোকন বলেন,”দীর্ঘ ১৫ বছরে ক্ষমতার লিপ্সায় স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশকে ধ্বংস করেছে।রাজনৈতিক,অর্থনৈতিক সহ রাষ্ট্রের সকল কাঠামোকে তারা ধবংস করেছে।দেশকে দেউলিয়া করে ফেলেছে।ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র থেমে নেই।অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জিসপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. শাহাজালাল ভূঁইয়া সবুজ,ইলিয়াস মিয়া, মিজানুর রহমান,ইকবাল হোসেন জিসান, মোহাম্মদ আনাছ, শিহাব খালেদ মুন্না, শাহাদাত মজুমদার,শাহাদাত আহমেদ,আব্দুল বাকের,রুবেল,জাহাঙ্গীর আলম হৃদয়,মোঃ ফারুক, আকবর, জুবায়ের, নেছার, আহমদ, জাবেদ, সাইদ, রিপন আহমেদ, রকি, ইফতেখার প্রমুখ।

 

মন্তব্য করুন