নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১১ আগস্ট ২০২৪ বাকলিয় এক্সেস রোডস্থ কলেজের নিজস্ব ভবনের কনফারেন্স রুমে। কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. জাহেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজদ্বয়ের শিক্ষকম-লী।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ ফরিদুল আলম। হাস্যোজ্জ্বল শিক্ষার্থীদের বরণ করেন নেয় চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষকম-লীরা বলেন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও কমার্স কলেজে তোমাদের স্বাগতম। তোমাদের পদচারণায় আজ আলোকিত কলেজ। তোমাদের ১ম বর্ষের পড়া ১ম বর্ষেই শেষ করতে হবে এবং ২য় বর্ষের পড়া দ্বিতীয় বর্ষেই শেষ করতে হবে। একটু অবহেলা করলেই তোমরা পিছিয়ে পড়বে। নিয়মিত কলেজে আসতে হবে এবং মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. জাহেদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও কমার্স কলেজের নিজস্ব ভবনে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি আরো বলেন, শুধু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং মেধা ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রতিদিন কলেজে আসতে হবে। পড়া শিখতে হবে। ভালোভাবে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করতে পারবে।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সব শিক্ষক ম-লীবৃন্দ।