২য় মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে আইন কলেজ ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে মো: বেলাল হোসাইন শান্ত এর পরিচালনায় ২য় মুক্তি যুদ্ধের শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এম সাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি লায়ন এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন সম্পাদক তারেক ইকবাল।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ফরিদুল ইসলাম। কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাঈম উদ্দিন সায়েম, আসহাব কোরায়শি, মৌ: কাশেম, মোহাম্মদ চিস্তি, মো: রোবেল, গিয়াস উদ্দিন, মো: জসিম, মোছাম্মৎ সায়মা ও ডলি প্রমুখ।
প্রধান অতিথি এম সাঈদুল ইসলাম বলেন, আওয়ামী সন্ত্রাসীরা জনগণের উপর হত্যা নির্যাতন চালিয়েছিল। তাদের জুলুম নির্যাতনের কারণে ছাত্রদলের অনেক নেতা ঘর ছাড়া হয়েছেন। ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রকাশ্যে তারা অস্ত্র উঁচিয়ে খুন রাহাজানি ও নির্যাতন চালাত। গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। ছাত্রলীগ, যুবলীগের সেই গুলিতেই চট্টগ্রামে প্রথম শহীদ হয় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়াসিম আকরাম। শহীদ ওয়াসিম আকরাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একজন বীর। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ বাংলাদেশ যতদিন থাকবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে একের পর এক অনেক শহীদ হয়েছে। প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে। পরে আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ ২য় মুক্তিযুদ্ধের সহল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন