
১৪ অগাস্ট ২০২৪, সকাল ১১ টায় ১৩ নাম্বার পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আজাদের সঞ্চালনায় জাকির হোসেন সড়কের বিভিন্ন পয়েন্টে মিছিলটি প্রদক্ষিণ করে
নগরীর ঝাউতলা রেলওয়ে গেইট চত্বর সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন।
প্রধান অতিথির বক্তব্যে এস কে খোদা তোতন বলেন,”ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে আওয়ামীলীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।
স্বৈরাচার হাসিনা রাজনীতি,অর্থনীতি সহ রাষ্ট্রের সকল কাঠামোকে ধবংস করে দিয়েছে।দেশকে দেউলিয়া করে ফেলেছে।ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই।
আমরা স্পষ্ট করে বলতে চাই যারা দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করবে,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে সেই সকল দুষ্কৃতকারীদের একবিন্দুও ছাড় দেওয়া হবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে,গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল,নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন,ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মোস্তফা কামাল,নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু,ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক,আলী আক্কাস,শ্রমিকদল নেতা মাহফুজুর রহমান বাবু,মহিউদ্দিন,আলম, আনোয়ার হোসেন বিপ্লব,মনির,জাহিদুল,সিরাজ হাসান সরল,ফারুক,আব্দুর রহমান জনি,আল রাব্বি রিকু, আব্দুর রহিম,মোঃ সোহেল, সেলিম, আদর, কামাল, মোতালেব, শেখ ফরিদ, ফোরকান, কামাল হোসেন, জুয়েল,শাহ আলম,ইউনুস প্রমুখ।