দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে: এম এ আজিজ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক সহ রাষ্ট্রের সকল কাঠামোকে ধবংস করেছে। দেশকে দেউলিয়া করে ফেলেছে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র থেমে নেই। এই অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।

তিনি বুধবার (১৪ আগষ্ট) বিকালে নগরীর সল্টগোলা রেলক্রসিং চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু কোং, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজ উদ্দীন, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাজ্বী এবাদুর রহমান, মো. সিরাজ, লিটন চৌধুরী, শাহানামা বাচা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, আলী আহসান, ইলিয়াস সওদাগর, আলাউদ্দিন, মামুন, মো. বখতিয়ার, জাভেদ কায়সার, বন্দর থানা ছাত্রদলের আহবাযক আবু রায়হান চৌধুরী, সেচ্ছাসেবকদলের আহবায়ক রিয়াজ উদ্দীন রাজু, কৃষকদলের আহবায়ক আবদুর রহিম, মো. আরশাদ, মো. সাইফুল, যুবদল নেতা আরিফুর রহমান আরিফ প্রমূখ।

মন্তব্য করুন