নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আপামর ছাত্র জনতা স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। ছাত্রজনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামীলীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয় গুলোতে নাশকতা সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামীলীগের সকল ধরনের নাশকতা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকবে হবে।
তিনি বুধবার (১৪ আগষ্ট) বিকালে সীতাকুণ্ড পৌর সদরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলুর পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন,
জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুল আলম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, আলাউদ্দিন মাসুম, এড. আইনুল কামাল, পৌরসভা বিএনপি নেতা সেলিম উদ্দীন, আলমগীর ইমরান, শহীদুল্লাহ, জেলা যুবদল নেতা ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দীন, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন রিফাত প্রমুখ।