যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে: মো. শাহ আলম

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর আমাদের প্রিয় মাতৃভূমি ফ্যাসিবাদের অক্টোপাশ থেকে মুক্ত হয়েছে। তবে পতিত স্বৈরাচারের দোসররা পর্দার অন্তরাল থেকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপকর্মে মেতে উঠেছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। তাই চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করতে হবে। যে কোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে লালখান বাজার চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিম আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ইউসুফ জামাল, খুলশী থানা বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক, ইসমাইল হোসেন, নবী হোসেন, মহানগর মহিলাদলের দপ্তর সম্পাদিকা এড. আয়েশা আক্তার সানজি, মহানগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, নুরুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. ফারুক, মো. বাবুল, মো. জুয়েল, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, মো. জাবেদ, বিএনপি নেতা মনা, মহানগর ছাত্রদল নেতা মো. বাবলু, থানা কৃষক দলের সদস্য সচিব মোক্তার হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ইমাম হোসেন প্রমূখ।

মন্তব্য করুন