পেশাজীবী নেতা ডা. জাহিদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত, চট্টগ্রাম শাখার অভিনন্দন

নিউজগার্ডেন ডেস্ক: বিএমএ’র সাবেক মহাসচিব, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর আহবায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাহেব বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিএসপিপি চট্টগ্রাম শাখার আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক নসরুল কদির,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী, মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দীন, চট্টগ্রাম শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌ জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক প্রকৌ আতিকুজ্জামান বিল্লাহ, জাতীয়তাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড হাসান আলী প্রমুখ।
নেতৃবৃন্দ ডা. জাহিদ হোসেন সাহেবের বর্নাঢ্য এবং সফল রাজনৈতিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং জাতীয় স্হায়ী কমিটির সদস্য হিসাবে তাঁর সফলতা কামনা করেন।

মন্তব্য করুন