
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম’র সৎ সাহসী ও নীতিবান কর্মীর বড় অভাব। তিনি ছিলেন আমাদের প্রেরণার উৎস। সে পরিবারের স্ত্রী ও সন্তানদের প্রতি নিবেদিত একজন ব্যক্তি ছিলেন। পরিবারে তার অভাব আজ সবাইকে হতবিহবল করে তুলেছে।
তিনি আজ শুক্রবার ১৬ আগস্ট বাদে জুমা বায়েজীদ বোস্তামী মাজার সংলগ্ন মসজিদে বায়েজীদ থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন।
বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরূপ বড়–য়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জুর পরিচালনায় স্মতিচারণ করেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সহ সাধারণ সম্পাদক জাফর আলম খোকন, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, সিরাজুল ইসলাম শিকদার, আশরাফ উদ্দিন, সদস্য শাবাব ইয়াজদীন, সাইদুল হক সিকদার, ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ হাসান, সাদেক আহমদ, আনোয়ার হোসেন, মেহেদী হাসান। দোয়া মাহফিল শেষে যুবদল নেতৃবৃন্দ সৈয়দ মঞ্জুর আলম’র কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।