
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজের চট্টগ্রাম অঞ্চল-১ এর বিভাগীয় দায়িত্বশীল প্রখ্যাত আলেমে দ্বীন মুহাম্মাদ আজমুল হক বলেছেন, দুনিয়াটা একটা পরিক্ষার কেন্দ্র, আমাদের প্রতিটি কথা-কাজ রেকর্ড করা হচ্ছে। আমাদের কৃতকর্মের ফল আমাদেরকে’ই ভোগ করতে হবে। জাতির মানুষ সমাজ ও রাষ্ট্র গঠনে শাসন ব্যবস্থা হিসেবে ইসলাম গ্রহণ না করে মানব রচিত ব্যবস্থা গনতন্ত্র গ্রহন করে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কুফর এবং শির্কে লিপ্ত হয়ে মানবতাহীন পশুতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হওয়ার ফলে শাসক শ্রেণির জুলুম ও শোষণের চূড়ান্ত সিমা ছাড়িয়ে গেছে আর সাধারণ মানুষ অধিকার বঞ্চিত নিপিড়ীত বৈষম্যের শিকার হয়ে ধুঁকে ধুঁকে মরছে। এ থেকে উত্তরনের জন্যই ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার লজ্জা জনক পতন সংঘটিত হয়। এখন নতুন সরকার শাসন ব্যবস্থার সংস্কার করে বৈষম্য দুর করতে চায়।
আজ ১৬ আগস্ট (শুক্রবার) বাদে জুমা ইসলামী সমাজ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এক পথসভায় মুসুল্লিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি সরকারকে সাবধান করে বলেন যদি আপনারা সংবিধানের আমূল-সংস্কার না করে শুধু খোলস পাল্টে সমাধান চান তাহলে ব্যর্থ হবেন, আপনাদের অবস্থাও হাসিনার মতোই হবে। গণতন্ত্র বা অন্য কোন মানব রচিত ব্যবস্থা দিয়ে মানব জীবনে কোন সমস্যারই সমাধান হবে না, ইসলামই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ। তাই ইসলাম দিয়ে সমাজ ও রাষ্ট্রকে গঠন ও পরিচালনা করতে হবে তবেই মানব জীবনের সকল সমস্যা সমাধান হবে বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।
তিনি আরো বলেন আগায় নয় মূলে পরিবর্তন করুন। মানুষের নয়, সার্বভৌমত্ব একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর, ফলে মনগড়া আইনের আনুগত্য নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর আইনের আনুগত্য ও মানব রচিত ব্যবস্থার ধারক নেতা-সরকারের নেতৃত্ব নয়, একমাত্র শর্তহীন নেতৃত্বের আনুগত্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গ্রহণ করে এই মহা সত্যের ভিত্তিতে সমাজ-রাষ্ট্র গঠন করলেই মানব জীবনের সকল সমস্যা, বৈষম্য দূর হবে কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।
তিনি সকলকে দুনিয়ায় কল্যাণ ও আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের লক্ষ্যে মহা সত্য গ্রহণ করে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ুন কবীরের নেতৃত্বে আল্লাহর বিধান ও রাসূলের তরিকায় নিজেদের-সময় সম্পদ ব্যয় করে ঈমানের দাওয়াতের মাধ্যমে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তোলে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
পথসভা শেষে বিভাগীয় দায়িত্বশীল আজমুল হকের নেতৃত্বে একটি মিছিল লালদিঘীর ময়দান পর্যন্ত গিয়ে জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। পথ সভায় বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।